শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৯৯৭
মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা
৬৯৯৭। ফাহদ (রাযিঃ) …… আমের ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার কুরযা ইবন কা'ব (রাযিঃ), আবু মাসউদ আনসারী (রাযিঃ) ও সাবিত ইবন কায়স (রাযিঃ)-এর নিকটে গেলাম। তাঁদের কাছে কতিপয় বালিকা গাইছিল । আমি বললাম, তোমরা এটা করছ? অথচ তোমরা মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবী! তারা বললেন, যদি শুনতে চাও ভাল কথা, অন্যথায় চলে যাও। কেননা রাসূলুল্লাহ্ (ﷺ) বিয়ে-শাদী উপলক্ষে ক্রীড়া-কৌতুক এবং মৃতের জন্য কান্নাকাটি করার অনুমতি দিয়েছেন।
যদি কোন প্রশ্নকারী প্রশ্ন উত্থাপন করে বলে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত আছে, মৃতের জন্য তার পরিবারের লোকদের বিলাপ করে কান্নাকাটি করার কারণে তার কবরে আযাব হয় এবং সে নিম্নোক্ত রিওয়ায়াত পেশ করে :
যদি কোন প্রশ্নকারী প্রশ্ন উত্থাপন করে বলে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত আছে, মৃতের জন্য তার পরিবারের লোকদের বিলাপ করে কান্নাকাটি করার কারণে তার কবরে আযাব হয় এবং সে নিম্নোক্ত রিওয়ায়াত পেশ করে :
6997 - وَقَدْ حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ الْحِمَّانِيُّ قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ قَالَ: دَخَلَ عَلَيَّ قَرَظَةُ بْنُ كَعْبٍ , وَعَلَى أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ , وَثَابِتِ بْنِ قَيْسٍ وَعِنْدَهُمْ جَوَارٍ يُغَنِّينَ. فَقُلْتُ: أَتَفْعَلُونَ هَذَا , وَأَنْتُمْ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالُوا: «إِنْ كُنْتَ تَسْمَعُ , وَإِلَّا فَامْضِ , فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ فِي اللهْوِ عِنْدَ الْعُرْسِ , وَفِي الْبُكَاءِ عَلَى الْمَيِّتِ» [ص:295] فَإِنْ قَالَ قَائِلٌ: فَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ فِي قَبْرِهِ , بِنِيَاحَةِ أَهْلِهِ عَلَيْهِ»
