শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৯৯৮
মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা
৬৯৯৮। আলী ইবন মা'বাদ (রাযিঃ) ..... আলী ইবন রাবীআ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরযা ইবন কা'ব (রাযিঃ) মারা গেলে তাঁর জন্য বিলাপ করে কান্নাকাটি শুরু হয়। তখন মুগীরা ইবন শু'বা (রাযিঃ) খুতবা (ভাষণ) প্রদান করেন। তিনি বললেন, এই উম্মতের মাঝে এ ধরনের বিলাপের অবকাশ কোথায়? আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার উপর মিথ্যা আরোপ করা অন্য কারো উপর মিথ্যারোপ করার ন্যায় নয়। যে ব্যক্তি জেনে শুনে আমার উপর মিথ্যারোপ করবে, সে যেন স্বীয় ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়। যার সম্পর্কে বিলাপ করে কাঁদা হয় তাকে বিলাপ অনুসারে আযাব দেওয়া হয়।
তাকে উত্তরে বলা হবে, আল্লাহ্ তা'আলা সর্বাধিক জ্ঞাত, আমাদের নিকট এটা হলো সেই বিলাপ যার সম্পর্কে তারা নিজ পরিবার-পরিজনকে ওসীয়ত করত, তাদের (ইন্তেকালের) পরে এর উপর আমল হতো, যা তারা নিজ জীবদ্দশায় ওসীয়ত করত। সুতরাং এর উপর তাদের আযাব হতো।
6998 - وَذَكَرَ مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: ثنا سَعِيدُ بْنُ عُبَيْدٍ أَبُو الْهُذَيْلِ الطَّائِيُّ , عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ قَالَ: نِيحَ عَلَى قَرَظَةَ بْنِ كَعْبٍ , فَخَطَبَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَقَالَ: مَا بَالُ النِّيَاحَةِ فِي هَذِهِ الْأُمَّةِ؟ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ , مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ، وَمَنْ يُنَحْ عَلَيْهِ عُذِّبَ بِمَا نِيحَ عَلَيْهِ , أَوْ لِمَا نِيحَ عَلَيْهِ» قِيلَ لَهُ: هَذَا , عِنْدَنَا , وَاللهُ أَعْلَمُ عَلَى النِّيَاحَةِ الَّتِي كَانُوا يُوصُونَ بِهَا أَهْلِيهِمْ , فَتَكُونُ مَفْعُولَةً بَعْدَهُمْ بِوَصِيَّتِهِمْ بِهَا فِي حَيَاتِهِمْ , فَيُعَذَّبُونَ عَلَى ذَلِكَ , وَاللهُ أَعْلَمُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৯৯৮ | মুসলিম বাংলা