শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৯৯৩
মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা
৬৯৯৩। ইউনুস (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার বনী আশহাল (বনু আব্দুল আশহাল) গোত্রের নারীদের কাছ দিয়ে অতিক্রম করেছেন। যারা নিজ গোত্রের সেই সমস্ত লোকের (শহীদদের) জন্য ক্রন্দন করছিল যারা উহুদ যুদ্ধে মারা গিয়েছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, কিন্তু হামযা (রাযিঃ)-এর উপর কোন ক্রন্দন কারী নেই। অনন্তর আনসারদের নারীগণ এল এবং তারা হামযা (রাযিঃ)-এর জন্য কান্নাকাটি শুরু করে দিল। রাসূলুল্লাহ্ (ﷺ) জাগলেন এবং বললেন, তাদের জন্য আফসোস! চলে যাওয়ার পরে ফিরে আসবে না। সুতরাং তারা ফিরে যাওয়া বাঞ্ছনীয় এবং আজকের পরে যেন আর কোন মৃতের জন্য ক্রন্দন না করে।
6993 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ اللَّيْثِيُّ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِنِسَاءِ بَنِي عَبْدِ الْأَشْهَلِ يَبْكِينَ هَلْكَاهُنَّ يَوْمَ أُحُدٍ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلَكِنَّ حَمْزَةَ لَا بَوَاكِيَ لَهُ» ، فَجَاءَ نِسَاءُ الْأَنْصَارِ يَبْكِينَ حَمْزَةَ. فَاسْتَيْقَظَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «وَيْحَهُنَّ , مَا انْقَلَبْنَ بَعْدَ مُرُورِهِنَّ , فَلْيَنْقَلِبْنَ وَلَا يَبْكِينَ عَلَى هَالِكٍ بَعْدَ الْيَوْمِ»
