শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৯৯২
মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা
৬৯৯২। আহমদ ইবনুল হাসান (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, উমর (রাযিঃ) এক মহিলাকে দেখলেন, মৃতের জন্য কাঁদছে। তিনি তাকে নিষেধ করলেন। এতে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, হে আবু হাফস! একে ছেড়ে দাও। অবশ্যই আত্মা মুসীবতগ্রস্ত হয়, চোখ ক্রন্দনকারী এবং যামানা বা সময় নিকটবর্তী।
6992 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ قَالَ: سَمِعْتُ سُفْيَانَ يَقُولُ: حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ , عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ , عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَبْصَرَ امْرَأَةً تَبْكِي عَلَى مَيِّتٍ , فَنَهَاهَا. فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهَا , يَا أَبَا حَفْصٍ , فَإِنَّ النَّفْسَ مُصَابَةٌ وَالْعَيْنَ بَاكِيَةٌ , وَالْعَهْدَ قَرِيبٌ»
