শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৯৬৮
(আস্তাগ ফিরুল্লাহা ওয়া আতবু ইলাইহি) শব্দাবলী বলা প্রসঙ্গ
৬৯৬৮। আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন, আমি আবু জা'ফর ইবন আবী ইমরান (রাহঃ)-কে বলতে শুনেছি, কেউ أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ বলাকে তিনি অপসন্দ করতেন। বরং তিনি أَسْتَغْفِرُ اللهَ , وَأَسْأَلُهُ التَّوْبَةَ বলতেন। তিনি বলেন, আমি আমার সাথীদেরকে দেখেছি তারা এটাকে মাকরূহ মনে করেন এবং তারা বলেন, গুনাহ থেকে তাওবা করার মর্ম হচ্ছে তা ছেড়ে দেয়া, পুনঃ তা না করা। এ ব্যাপারে কারো থেকে সংশয় নেই যে, যখন সে বলে أَتُوبُ إِلَيْهِ, তখন আল্লাহ্ তা'আলার সঙ্গে ওয়াদা বা অঙ্গীকার করে যে, সে ঐ গুনাহের দিকে প্রত্যাবর্তন করবে না। পরবর্তীতে যখন এর দিকে ফিরে যায় তখন সে ঐ ব্যক্তির ন্যায় হয়ে যায়। যে আল্লাহ তা'আলার সঙ্গে ওয়াদা করে তা ভঙ্গ করল। তবে এই শব্দগুলো বলা বা পাঠ করা অত্যন্ত চমৎকার أَسْأَلُ اللهَ التَّوْبَةَ তাওবা প্রার্থনা করছি। অর্থাৎ আমি আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাকে এই গুনাহ থেকে বের করে দেন এবং আমাকে কখনো এর দিকে ফিরিয়ে না নেন।

সংশ্লিস্ট বিষয়ে রাবী ইবন সুলায়ম (রাহঃ) থেকেও বর্ণিত আছে, তা নিম্নরূপ:


মুসা ইবনুল মুবারক (রাহঃ) রাবী ইবন খুসায়ম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের থেকে কেউ যেন أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ এ শব্দগুলো না বলে। অতঃপর সে ফিরে যাবে। সুতরাং তার এটা বলা মিথ্যায় পর্যবসিত হয়ে যাবে এবং গুনাহ হবে। বরং সে এরূপ বলবে اللهُمَّ اغْفِرْ لِي , وَتُبْ عَلَيَّ অর্থাৎ "হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করে দাও এবং আমার তাওবা কবুল কর।"

এ বিষয়ে তাদের প্রমাণ হচ্ছে নিম্নরূপ :
بَابُ الرَّجُلِ يَقُولُ أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ
قَالَ أَبُو جَعْفَرٍ: سَمِعْتُ أَبَا جَعْفَرِ بْنَ أَبِي عِمْرَانَ , يَكْرَهُ أَنْ يَقُولَ الرَّجُلُ أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ وَلَكِنَّهُ يَقُولُ أَسْتَغْفِرُ اللهَ , وَأَسْأَلُهُ التَّوْبَةَ. وَقَالَ: رَأَيْتُ أَصْحَابَنَا يَكْرَهُونَ ذَلِكَ , وَيَقُولُونَ: التَّوْبَةُ مِنَ الذَّنْبِ هِيَ تَرْكُهُ , وَتَرْكُ الْعَوْدُ عَلَيْهِ , وَذَلِكَ غَيْرُ مَوْهُومٍ مِنْ أَحَدٍ. فَإِذَا قَالَ أَتُوبُ إِلَيْهِ فَقَدْ وَعَدَ اللهَ أَنْ لَا يَعُودَ إِلَى ذَلِكَ الذَّنْبِ , فَإِذَا عَادَ إِلَيْهِ بَعْدَ ذَلِكَ , كَانَ كَمَنْ وَعَدَ اللهَ ثُمَّ أَخْلَفَهُ. وَلَكِنْ أَحْسَنُ ذَلِكَ أَنْ يَقُولَ أَسْأَلُ اللهَ التَّوْبَةَ أَيْ: أَسْأَلُ اللهَ أَنْ يَنْزِعَنِي عَنْ هَذَا الذَّنْبِ , وَلَا يُعِيدَنِي إِلَيْهِ أَبَدًا. وَقَدْ رُوِيَ ذَلِكَ أَيْضًا عَنِ الرَّبِيعِ بْنِ خُثَيْمٍ
6968 - حَدَّثَنِي مُوسَى بْنُ الْمُبَارَكِ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ , قَالَ: ثنا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ , عَنْ زَائِدَةَ , عَنْ مُنْذِرٍ , عَنِ الرَّبِيعِ بْنِ خُثَيْمٍ , قَالَ: «لَا يَقُولُ أَحَدُكُمْ إِنِّي أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ ثُمَّ يَعُودُ فَيَكُونُ كَذِبُهُ , وَيَكُونُ ذَنْبًا , وَلَكِنْ لِيَقُلِ اللهُمَّ اغْفِرْ لِي , وَتُبْ عَلَيَّ» وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৯৬৮ | মুসলিম বাংলা