শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৯৬৯
(আস্তাগ ফিরুল্লাহা ওয়া আতবু ইলাইহি) শব্দাবলী বলা প্রসঙ্গ
৬৯৬৯। ইবন আবী দাউদ (রাহঃ)..... আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: গুনাহ থেকে তাওবা করার (মর্ম) হচ্ছে, মানুষ গুনাহ থেকে তাওবা করার পর তার দিকে কখনো ফিরে যাবে না।
বস্তুত এটা হচ্ছে তাওবার বৈশিষ্ট্য এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) ব্যতীত কেউ নিরাপদ যা আশংকামুক্ত নয়। কেননা তিনি হচ্ছেন মাসূম (নিষ্পাপ) (পক্ষান্তরে অবশিষ্ট লোক মাসূম নয়)। এজন্যই তিনি বলতেন,
যা নিম্নরূপ :
বস্তুত এটা হচ্ছে তাওবার বৈশিষ্ট্য এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) ব্যতীত কেউ নিরাপদ যা আশংকামুক্ত নয়। কেননা তিনি হচ্ছেন মাসূম (নিষ্পাপ) (পক্ষান্তরে অবশিষ্ট লোক মাসূম নয়)। এজন্যই তিনি বলতেন,
যা নিম্নরূপ :
6969 - مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ الْوَاسِطِيُّ , عَنْ إِبْرَاهِيمَ الْهَجَرِيِّ , عَنْ أَبِي الْأَحْوَصِ , عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّوْبَةُ مِنَ الذَّنْبِ , أَنْ يَتُوبَ الرَّجُلُ مِنَ الذَّنْبِ , ثُمَّ لَا يَعُودُ إِلَيْهِ» فَهَذِهِ صِفَةُ التَّوْبَةِ , وَهَذَا غَيْرُ مَأْمُونٍ عَلَى أَحَدٍ , غَيْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّهُ مَعْصُومٌ , وَلِذَلِكَ كَانَ يَقُولُ , فِيمَا قَدْ رُوِيَ عَنْهُ
