আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৭- আকীকার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৭৩
২৮৯৬. ফারা‘ প্রসঙ্গে
৫০৭৮। ‘আবদান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেছেন, (ইসলামে) ফারা‘ বা ‘আতীরা নেই। ফারা‘ হলো উটের সে প্রথম শাবক, যা তারা তাদের দেব-দেবীর নামে যবেহ করত। আর ‘আতীরা হলো রজবে যে জন্তু যবেহ দিত।
