আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৭- আকীকার অধ্যায়

হাদীস নং: ৫০৭৭
আন্তর্জাতিক নং: ৫৪৭২
২৮৯৫. আকীকার মাধ্যমে শিশুর অশুচি দূর করা
৫০৭৭। ‘আব্দুল্লাহ ইবনে আবুল আসওয়াদ (রাহঃ) ......... হাবীব ইবনে শহীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে সীরীন আমাকে আদেশ দিলেন, আমি যেন হাসানকে জিজ্ঞাসা করি তিনি ‘আকীকার হাদীসটি কার থেকে শুনেছেন? আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) থেকে।
باب إِمَاطَةِ الأَذَى عَنِ الصَّبِيِّ، فِي الْعَقِيقَةِ
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، قَالَ أَمَرَنِي ابْنُ سِيرِينَ أَنْ أَسْأَلَ الْحَسَنَ، مِمَّنْ سَمِعَ حَدِيثَ الْعَقِيقَةِ، فَسَأَلْتُهُ فَقَالَ مِنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫০৭৭ | মুসলিম বাংলা