আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৭- আকীকার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৭১
২৮৯৫. ‘আকীকার মাধ্যমে শিশুর অশুচি দূর করা
৫০৭৬। আবু নু‘মান (রাহঃ) ......... সালমান ইবনে ‘আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সন্তানের সাথে আকীকা সম্পর্কিত।
সালমান ইবনে ‘আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, সন্তানের সাথে আকীকা সম্পর্কিত। তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত (অর্থাৎ আকীকার জন্তু যবেহ) কর এবং তার অশুচি (চুল, নখ ইত্যাদি) দূর করে দাও।
সালমান ইবনে ‘আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, সন্তানের সাথে আকীকা সম্পর্কিত। তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত (অর্থাৎ আকীকার জন্তু যবেহ) কর এবং তার অশুচি (চুল, নখ ইত্যাদি) দূর করে দাও।


বর্ণনাকারী: