সালমান ইবনে আমির যব্বী (রাঃ)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত সালমান ইবন আমির রাযি. মুযার গোত্রের শাখা বনূ দাব্বাহ'র লোক। ইমাম মুসলিম রহ. বলেন, বনূ দাব্বাহ গোত্রে তিনি ছাড়া আর কোনও সাহাবী ছিলেন বলে জানা যায় না। ইমাম ইবনুল আছীর রহ.-সহ আরও অনেকে তাঁর এ মত সমর্থন করেছেন। তবে ইবন হাজার আসকালানী রহ. বলেন, এ গোত্রে আরও একাধিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছিলেন বলে জানা যায়। যেমন ইয়াযীদ ইবন না‘আমাহ রাযি.। ইমাম বুখারী রহ. তো নিশ্চিত করেই বলেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছিলেন। ইবন হাজার রহ. আল- ইসাবা গ্রন্থে দাব্বাহ গোত্রের কুদায়র দাব্বী ও হানযালা ইবন দিরার দাব্বীকেও সাহাবী হিসেবে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ই তিনি বয়োবৃদ্ধ ছিলেন। তিনি হযরত মুআবিয়া রাযি.-এর আমল পর্যন্ত জীবিত ছিলেন। কারও কারও মতে হযরত উছমান রাযি.-এর খেলাফতকালে তিনি ইন্তিকাল করেন। পরবর্তী জীবনে তিনি বসরায় বসবাস করেন। বসরার বিখ্যাত জামে মসজিদের নিকটে তাঁর একটি বাড়ি ছিল। তাঁর সূত্রে ১৩টি হাদীছ বর্ণিত আছে।...

আরবী জীবনী

সালমান ইবনে আমির যব্বী (রাঃ) | মুসলিম বাংলা