আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৭- আকীকার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৭৪
২৮৯৭. ‘আতীরা
৫০৭৯। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেছেনঃ (ইসলামে) ফারা‘ ও ‘আতীরা নেই। ফারা‘ হলো উটের প্রথম শাবক যা তারা তাদের দেব-দেবীর নামে যবেহ দিত। আর ‘আতীরা যা রজবে যবেহ করতো।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫০৭৯ | মুসলিম বাংলা