শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৮৪৮
কসম প্রসঙ্গ।
৬৮৪৮। ইব্ন আবী দাউদ (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর ‘ঈলা’ (স্ত্রীদের নিকট না যাওয়ার কসম) ছিল নিম্নরূপ : আল্লাহ্ কসম! আমি এক মাস তােমাদের নিকট যাব না।
6848 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو حَفْصٍ الْفَلَّاسُ , قَالَ: ثنا أَبُو قُتَيْبَةَ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الرِّجَالِ , قَالَ: ثنا أَبِي، عَنْ عَمْرَةَ , عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ إِيلَاءُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُقْسِمُ بِاللهِ لَا أَقْرَبُكُنَّ شَهْرًا»
