শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮৪৯
আন্তর্জাতিক নং: ৬৮৫০
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৪৯-৫০। ইব্‌ন আবী ইমরান (রাহঃ) ও মুহাম্মাদ ইব্‌ন আলী ইব্‌ন দাউদ (রাহঃ) ..... জারূদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দাড়িয়ে পান করতে নিষেধ করেছেন।

ইব্‌ন আবীদ দাউদ (রাহঃ) ..... জারূদ ইবনুল মু'আল্লা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
بَابُ الشُّرْبِ قَائِمًا
6849 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ وَمُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دَاوُدَ , قَالَا: أنا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ , قَالَ: ثنا خَالِدُ بْنُ الْحَارِثِ , عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ , عَنْ قَتَادَةَ , عَنْ أَبِي مُسْلِمٍ , عَنِ الْجَارُودِ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمًا»

6850 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مُسْلِمٍ، عَنِ الْجَارُودِ بْنِ الْمُعَلَّى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮৪৯ | মুসলিম বাংলা