শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮৪৭
কসম প্রসঙ্গ।
৬৮৪৭। সুলায়মান ইব্‌ন শুআয়ব (রাযিঃ) ..... ইব্‌রাহীম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এটা বলা যে, “আমি কসম করছি” অথবা “আমি কসম করেছি। তবে এটা ইয়ামীনরূপে বিবেচিত। আর এর কাফ্‌ফারা হল ইয়ামীন বা কসমের কাফ্‌ফারার অনুরূপ।
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদের উপর কসম করেছেন :
6847 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، عَنْ أَبِي حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: «أُقْسِمُ، وَأَقْسَمْتُ بِهِ يَمِينٌ , وَكَفَّارَةُ ذَلِكَ , كَفَّارَةُ يَمِينٍ» وَقَدْ أَقْسَمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نِسَائِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮৪৭ | মুসলিম বাংলা