শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮৪৬
কসম প্রসঙ্গ।
৬৮৪৬। জাফর ইব্‌ন সুলায়মান নাওফালী (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে হাদিয়া করা হলাে। তিনি বললেন, এটা যায়নাব বিন্‌তে জাহশ (রাযিঃ)-কে (হাদীয়া হিসাবে) দিয়ে দাও। বলেন, আমি তাঁর নিকট তা পাঠালাম। তিনি তা ফিরিয়ে দিলেন। তিনি (ﷺ) বললেন, আমি তােমাকে কসম দিচ্ছি যে, তা পুনঃ পাঠাও। অনন্তর আমি পুনঃ পাঠালাম।
আমরা যা কিছু উল্লেখ করেছি এতে কসমের বৈধতা সাব্যস্ত হয়। এবং এর হুকুম হলাে ইয়ামীনের হুকুমে অনুরূপ। আর এটাই ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত। ইবরাহীম নখ্‌ঈ (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে :
6846 - حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ النَّوْفَلِيُّ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي بَكْرٍ الْمَوْصِلِيُّ، عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: أُهْدِيَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحْمٌ فَقَالَ: «أَهْدِيَ لِزَيْنَبَ بِنْتِ جَحْشٍ» قَالَتْ: فَأَهْدَيْتُ لَهَا فَرَدَّتْهُ فَقَالَ: «أَقْسَمْتُ عَلَيْكِ لَا رَدَدْتِهَا , فَرَدَدْتُهَا» فَدَلَّ مَا ذَكَرْنَا عَلَى إِبَاحَةِ الْقَسَمِ , وَأَنَّ حُكْمَهُ , حُكْمُ الْيَمِينِ , وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى. [ص:272] وَقَدْ رُوِيَ ذَلِكَ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮৪৬ | মুসলিম বাংলা