শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮২২
সরকার প্রধান ব্যাতীত অন্যরা আংটি পরিধান করা প্রসঙ্গে।
৬৮২২। আলী (রাহঃ) …. ইউনুস ইব্‌ন আবী ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কায়স ইব্‌ন আবী হাযিম (রাহঃ), আব্দুর রহমান ইব্‌ন আসওয়াদ (রাহঃ), কায়েস ইব্‌ন সামামা (রাহঃ) ও শা’বী (রাহঃ)-কে দেখেছি তাঁরা বাম হাতে আংটি পরতেন।
6822 - حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَمْرٍو، قَالَ: ثنا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ رَأَيْتُ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ , وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْأَسْوَدِ , وَقَيْسَ بْنِ ثُمَامَةَ , وَالشَّعْبِيَّ , يَتَخَتَّمُونَ بِيَسَارِهِمْ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮২২ | মুসলিম বাংলা