শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮২১
সরকার প্রধান ব্যাতীত অন্যরা আংটি পরিধান করা প্রসঙ্গে।
৬৮২১। ইব্‌ন মারযূক (রাহঃ) …. ইব্‌রাহীম ইব্‌ন আতা (রাহঃ) তার পিতা (আতা) থেকে বর্ণিত, তিনি বলেন, ইমরান ইব্‌ন হুসায়ন (রাযিঃ)-এর আংটির নক্‌শায় তরবারিধারী এক মানুষের (আকৃতি) ছিল।
6821 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ نَقْشُ خَاتَمِ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ , رَجُلًا مُتَقَلِّدًا بِسَيْفٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮২১ | মুসলিম বাংলা