শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮১৪
আংটির নক্‌শা প্রসঙ্গে।
৬৮১৪। আলী (রাহঃ).... আবু জা’ফর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,আলী (রাযিঃ)- এর আংটির নক্‌শায় لِلّٰهِ الْمُلْك (রাজত্ব আল্লাহ্‌র জন্যই) বাক্য উৎকীর্ণ ছিল।
6814 - حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَمْرٍو، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي جَعْفَرٍ، قَالَ: كَانَ نَقْشُ خَاتَمِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ: «لِلَّهِ الْمُلْكُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮১৪ | মুসলিম বাংলা