শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮১৩
আংটির নক্‌শা প্রসঙ্গে।
৬৮১৩। আলী ইব্‌ন মা’বাদ (রাহঃ) …. হায়্যান সাইগ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর সিদ্দিক (রাযিঃ)- এর আংটির নক্‌শায় : نِعْمَ الْقَادِر اللّٰه বাক্য উৎকীর্ণ ছিল।
6813 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: ثنا الرَّبِيعُ بْنُ صُبَيْحٍ، عَنْ حَيَّانَ الصَّائِغِ، قَالَ: كَانَ نَقْشُ خَاتَمِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ: «نِعْمَ الْقَادِرُ اللهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮১৩ | মুসলিম বাংলা