শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮১২
আংটির নক্‌শা প্রসঙ্গে।
৬৮১২। আলী ইব্‌ন মা’বাদ (রাহঃ) … আমর ইব্‌ন ইয়াহ্‌ইয়া (রাযিঃ) তার পিতামহ থেকে বর্ণিত । তিনি বলেন, আমর ইব্‌ন সাঈদ (রাযিঃ) তার ভাইয়ের সঙ্গে নবী (ﷺ)-এর দরবারে উপস্থিত হলেন। তিনি তার হাতে আংটি দেখে বললেন,তোমার হাত এটা কিরুপ আংটি ? তিনি বললেন,ইয়া রাসূলাল্লাহ্‌ ! এটা আংটি । বললেন, এর নক্‌শা কিরুপ ? তিনি বললেন, মুহাম্মাদুর রাসূল আল্লাহ । বললেন, তা আমাকে দেখাও । অতঃপর রাসূলুল্লাহ তা পরিধান করে নিলেন । তাঁর ইন্তেকালের সময়ও তা তাঁর হাতে ছিল। অতঃপর তা আবু বকর (রাযিঃ) নিলেন । এরপর তা তাঁর হাতে ছিল । এরপর তা উমর (রাযিঃ) নিলেন । অতঃপর তা তাঁর হাতে ছিল, তারপর তা উসমান (রাযিঃ) নিলেন । তা তাঁর খেলাফত লাভের বছর তাঁর হাতে ছিল, অতঃপর তাঁর থেকে তা আরীস কূপে পড়ে যায়। বস্তুত রাসূলুল্লাহ্‌ (ﷺ) আরবী নক্‌শা উৎকীর্ণ আংটি পরিধান করার কারণে খালিদ ইব্‌ন সাঈদ (রাযিঃ)-কে কোন তিরস্কার করেন নাই।
6812 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الْقُرَشِيُّ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ جَدِّهِ، قَالَ: قَدِمَ عَمْرُو بْنُ سَعِيدٍ مَعَ أَخِيهِ , عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَظَرَ إِلَى حَلْقَةٍ فِي يَدِهِ فَقَالَ: «مَا هَذِهِ الْحَلْقَةُ فِي يَدِكَ؟» قَالَ: هَذِهِ حَلْقَةٌ يَا رَسُولَ اللهِ. قَالَ: «فَمَا نَقْشُهَا؟» قَالَ: مُحَمَّدٌ رَسُولُ اللهِ قَالَ «أَرِنِيهِ» ، فَتَخَتَّمَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَاتَ وَهُوَ فِي يَدِهِ ثُمَّ أَخَذَهُ أَبُو بَكْرٍ بَعْدَ ذَلِكَ , فَكَانَ فِي يَدِهِ , ثُمَّ أَخَذَهُ عُمَرُ , فَكَانَ فِي يَدِهِ , ثُمَّ أَخَذَهُ عُثْمَانُ , فَكَانَ فِي يَدِهِ عَامَّةِ خِلَافَتِهِ , حَتَّى سَقَطَ مِنْهُ فِي بِئْرِ أَرِيسَ " فَهَذَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُنْكِرْ عَلَى خَالِدِ بْنِ سَعِيدٍ , لُبْسَ مَا هُوَ مَنْقُوشٌ بِالْعَرَبِيَّةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮১২ | মুসলিম বাংলা