শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৬৭৫
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭৫। ইবন মারযূক (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে এক বেদুঈন আসে। তার উপর (পরণে) একটি জুব্বা ছিল। যার আস্তিন অথবা বলেছেন এর ঘুণ্ডি (জামায় লাগান গোলাকার সুতির কারুকার্য) রেশমের ছিল। রাসূলুল্লাহ্ (ﷺ) রাগান্বিত অবস্থায় তার দিকে উঠে গেলেন এবং তার জুব্বার প্রান্তগুলো ধরে টান দিলেন। অতঃপর বললেন, আমি কি তোমার পরণে নির্বোধ লোকদের পোশাক দেখতে পাচ্ছি না? এটি একটি সুদীর্ঘ হাদীস। আমরা তা থেকে সংক্ষিপ্তভাবে এই বিষয়বস্তুটি উল্লেখ করেছি।
6675 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا أَبِي قَالَ: سَمِعْتُ الصَّقْعَبَ بْنَ زُهَيْرٍ، يُحَدِّثُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: أَتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ , عَلَيْهِ جُبَّةٌ مَكْفُوفَةٌ بِحَرِيرٍ , أَوْ قَالَ: مُزَرَّرَةٌ بِدِيبَاجٍ , فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُغْضَبًا وَأَخَذَ بِمَجَامِعِ جُبَّتِهِ فَجَذَبَهَا بِهِ ثُمَّ قَالَ: «لَا أَرَى عَلَيْكَ ثِيَابَ مَنْ لَا يَعْقِلُ» وَهُوَ حَدِيثٌ طَوِيلٌ , فَاخْتَصَرْنَا مِنْهُ هَذَا الْمَعْنَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৬৭৫ | মুসলিম বাংলা