শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৬৭৬
আন্তর্জাতিক নং: ৬৬৭৭
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭৬-৭৭। সুলায়মান ইবন শুআয়ব (রাহঃ) ..... আবু শায়খ হানাঈ (রাহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবাদের এক জামাআতের সঙ্গে মুআবিয়া (রাযিঃ) এর কাছে ছিলাম। তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম দিচ্ছি! তোমরা কি জানো যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রেশম পরিধান করতে নিষেধ করেছেন? (রাবী) বলেন, তাঁরা সকলে বললেন, হ্যাঁ, তিনি (মুআবিয়া-রা) বললেন এবং আমিও সাক্ষ্য দিচ্ছি।

মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) …… হাম্মাম (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
6676 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا الْخَصِيبُ , قَالَ: ثنا هَمَّامٌ , عَنْ قَتَادَةَ , عَنْ أَبِي شَيْخٍ الْهُنَائِيِّ قَالَ: كُنْتُ فِي مَلَإٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ مُعَاوِيَةَ فَقَالَ: «أَنْشُدُكُمُ اللهَ , هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الْحَرِيرِ؟» قَالَ: قَالُوا اللهُمَّ نَعَمْ قَالَ: «وَأَنَا أَشْهَدُ»

6677 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا هَمَّامٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৬৭৬ | মুসলিম বাংলা