শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৬৩৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রসূন, পিঁয়াজ ও কুরাস (পিঁয়াজ ও রসূন সদৃশ এক প্রকার দুর্গন্ধময় তরকারি)খাওয়া প্রসঙ্গে
৬৬৩৭। ইউনুস আর একবার ..... উবায়দুল্লাহ বলেন, আমি হযরত আবু আইয়্যুব আনসারীর আম্মাকে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট অবতরণ করলে একবার আমি তাঁর নিকট খাবার উপস্থিত করলাম, যার মধ্যে কিছু এই সবজি (রসূন) ছিল। কিন্তু তিনি তা খেলেন না এবং বললেন, আমার সঙ্গী (ফিরিশতা)-কে কষ্ট দেয়া আমি অপছন্দ করি ।
كتاب الكراهة
6637 - حَدَّثَنَا يُونُسُ، مَرَّةً أُخْرَى , قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللهِ، قَالَ: سَمِعْتُ أُمَّ أَيُّوبَ الْأَنْصَارِيَّةَ، قَالَتْ: نَزَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَّبْتُ إِلَيْهِ طَعَامًا , فِيهِ مِنْ بَعْضِ هَذِهِ الْبُقُولِ فَلَمْ يَأْكُلْهُ , وَقَالَ: «إِنِّي أَكْرَهُ أَنْ أُوذِيَ صَاحِبِي»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৬৩৭ | মুসলিম বাংলা