শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৬৩৬
রসূন, পিঁয়াজ ও কুরাস (পিঁয়াজ ও রসূন সদৃশ এক প্রকার দুর্গন্ধময় তরকারি)খাওয়া প্রসঙ্গে
৬৬৩৬। ইউনুস …… উবায়দুল্লাহ ইবন আবু ইয়াযীদ তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, হযরত আবু আইয়্যূব (রাযিঃ)-এর আম্মা- যাদের বাড়িতে নবী (ﷺ) অবতরণ করেছিলেন, তিনি আমার বাড়িতে একদিন অবতরণ করেন। তখন তিনি আমাকে বললেন, তারা একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য খাবার তৈরী করলেন, যার মধ্যে এই তরকারি (রসুন) ছিল। কিন্তু তা রাসূলুল্লাহ্ (ﷺ) অপছন্দ করলেন এবং তাঁর সাহাবাগণকে বললেন, তোমরা এটা খেয়ে নাও। কারণ আমি তো আর তোমাদের মত নই। আমার এই আশংকা হয়, আমার সঙ্গীকে আমি কষ্ট দিব।
6636 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ أَبِيهِ، قَالَ: نَزَلْتُ عَلَى أُمِّ أَيُّوبَ الْأَنْصَارِيَّةِ الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ عَلَيْهِمْ , فَحَدَّثَتْنِي أَنَّهُمْ تَكَلَّفُوا لَهُ طَعَامًا , فِيهِ بَعْضُ هَذِهِ الْبُقُولِ , فَأَتَوْهُ , فَكَرِهَهُ , فَقَالَ لِأَصْحَابِهِ: «كُلُوهُ , فَإِنِّي لَسْتُ كَأَحَدِكُمْ , إِنِّي أَخَافُ أَنْ أُوذِيَ صَاحِبِي»
