শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৬৩৫
রসূন, পিঁয়াজ ও কুরাস (পিঁয়াজ ও রসূন সদৃশ এক প্রকার দুর্গন্ধময় তরকারি)খাওয়া প্রসঙ্গে
৬৬৩৫। ইবন মারযূক ....... সিমাক ইবন হারব হযরত জাবির ইবন সামুরা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন খাবার খেয়ে অবসর হতেন তখন তার অতিরিক্ত অংশ আর আবু আইয়্যূব (রাযিঃ)-এর নিকট পাঠিয়ে দিতেন । তিনি বলেন, একবার দিনের বেলা তিনি খাবার পেয়ালা ফেরত পাঠালেন তা হতে তিনি কিছুই খাননি। তখন হযরত আবু আইয়্যূব এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্! এটা কি হারাম বস্তু? তিনি বললেন, না, তবে এর দুর্গন্ধের কারণে আমি অপছন্দ করেছি। তখন তিনি বললেন, আপনি যা অপছন্দ করেছেন, আমিও অপছন্দ করি।
6635 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ مِنْ طَعَامٍ , بَعَثَ بِفَضْلِهِ إِلَى أَبِي أَيُّوبَ. قَالَ: فَبَعَثَ إِلَيْهِ ذَاتَ يَوْمٍ بِقَصْعَةٍ لَمْ يَأْكُلْ مِنْهَا فَأَتَاهُ أَبُو أَيُّوبَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ , أَحَرَامٌ هُوَ؟ قَالَ: «لَا , وَلَكِنْ كَرِهْتُهُ لِرِيحِهِ» ، قَالَ: فَأَنَا أَكْرَهُ مَا كَرِهْتَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৬৩৫ | মুসলিম বাংলা