শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৬৩৪
রসূন, পিঁয়াজ ও কুরাস (পিঁয়াজ ও রসূন সদৃশ এক প্রকার দুর্গন্ধময় তরকারি)খাওয়া প্রসঙ্গে
৬৬৩৪। আলী ইবন শায়বা ….. আবু বুরদা ইবন আবু মুসা হযরত মুগীরা ইবন শুবা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) এর যামানায় একবার আমি রসূন খেয়ে মসজিদে এলাম এবং তখন এক রাকাআতে আমি মাসবূক হয়েছি আমি তখন তাদের সাথে নামাযে প্রবেশ করলাম। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) তার দুর্গন্ধ টের পেলেন। যখন সালাম ফিরালেন, তখন তিনি বললেন, যে ব্যক্তি এই খাবীস গাছ হতে খেয়েছে, সে যেন আমাদের মুসল্লার নিকটবর্তী না হয় যাবত না তার দুর্গন্ধ দূর হয়। অতঃপর আমি আমার নামায শেষ করে যখন সালাম ফিরালাম, তখন বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি আপনার ওপর কসম খেয়ে বলছি, অনুগ্রহ পূর্বক আপনি আপনার একখানা হাত আমাকে দিন। তিনি তাঁর একখানা হাত আমাকে ধরিয়ে দিলেন, আমি তাঁর হাতখানা আমার আস্তিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার বুক পর্যন্ত পৌছিয়ে দিলাম। তিনি আমার বুকে পট্টি বাধা পেয়ে বললেন, তোমার তো ওযর আছে।
অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) এ বক্তব্যে যে ব্যক্তি এই খাবীস গাছ হতে খাবে, সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, যাবত না তার দুর্গন্ধ দূর হয়। এ কথারই প্রমাণ যে, তাঁর নিষেধ করার কারণ শুধু এই যে, তার দুর্গন্ধ যেন মানুষকে কষ্ট না দেয়, এ কারণে নয় যে, তা খাওয়াই হারাম।
6634 - وَقَدْ حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ: ثنا أَبُو هِلَالٍ الرَّاسِبِيُّ وَغَيْرُهُ , عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى , عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: أَكَلْتُ الثُّومَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُ الْمَسْجِدَ , وَقَدْ سُبِقْتُ بِرَكْعَةٍ , فَدَخَلْتُ مَعَهُمْ فِي الصَّلَاةِ , فَوَجَدَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رِيحَهُ , فَلَمَّا سَلَّمَ قَالَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْخَبِيثَةِ , فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا , حَتَّى يَذْهَبَ رِيحُهَا» . فَأَتْمَمْتُ صَلَاتِي , فَلَمَّا سَلَّمْتُ قُلْتُ: يَا رَسُولَ اللهِ , أَقْسَمْتُ عَلَيْكَ إِلَّا أَعْطَيْتَنِي يَدَكَ , فَنَاوَلَنِي يَدَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَدْخَلْتُهَا فِي كُمِّي , حَتَّى انْتَهَيْتُ إِلَى صَدْرِي فَوَجَدَهُ مَعْصُوبًا فَقَالَ: «إِنَّ لَكَ عُذْرًا» [ص:239] فَفِي قَوْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْخَبِيثَةِ , فَلَا يَقْرَبَنَا فِي مَسْجِدِنَا , حَتَّى يَذْهَبَ رِيحُهَا دَلِيلٌ عَلَى أَنَّهُ إِنَّمَا نَهَى عَنْ أَكْلِهَا لِئَلَّا يُؤْذِيَ رِيحُهَا مَنْ يَحْضُرُ الْمَسْجِدَ , لَا لِأَنَّ أَكْلَهَا حَرَامٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৬৩৪ | মুসলিম বাংলা