শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৬৩৩
রসূন, পিঁয়াজ ও কুরাস (পিঁয়াজ ও রসূন সদৃশ এক প্রকার দুর্গন্ধময় তরকারি)খাওয়া প্রসঙ্গে
৬৬৩৩। আলী ইবন মা'বাদ ..... মুআবিয়া ইবন কুররা তার পিতা হতে এবং তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি এই দু'টি খাবীস গাছ হতে খাবে, সে যেন আমাদের মসজিদের কাছে না আসে, যদি তোমাদের তা খেতেই হয়, তবে তা রান্না করে তার দুর্গন্ধ দূর করে খাও।
এইতো রাসূলুল্লাহ্ (ﷺ) দুর্গন্ধ দূর হবার পর তা খাওয়া মুবাহ বলে ঘোষণা করেছেন। অতএব এটা প্রমাণ করে যে, এ দু'প্রকার সবজি খেতে তাঁর নিষেধাজ্ঞা কেবল দুর্গন্ধের কারণ ছিল, এ কারণে নয় যে, তা আসলেই হারাম।
এইতো রাসূলুল্লাহ্ (ﷺ) দুর্গন্ধ দূর হবার পর তা খাওয়া মুবাহ বলে ঘোষণা করেছেন। অতএব এটা প্রমাণ করে যে, এ দু'প্রকার সবজি খেতে তাঁর নিষেধাজ্ঞা কেবল দুর্গন্ধের কারণ ছিল, এ কারণে নয় যে, তা আসলেই হারাম।
6633 - وَقَدْ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا يُونُسُ بْنُ مُحَمَّدٍ , قَالَ: ثنا خَالِدُ بْنُ مَيْسَرَةَ , عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ , عَنْ أَبِيهِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَكَلَ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ الْخَبِيثَتَيْنِ , فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا , فَإِنْ كُنْتُمْ لَا بُدَّ آكِلِيهِمَا , فَأَمِيتُوهُمَا طَبْخًا» فَهَذَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَبَاحَ أَكْلَهُمَا بَعْدَ ذَهَابِ رِيحِهِمَا. فَدَلَّ ذَلِكَ أَنَّ نَهْيَهُ عَنْ أَكْلِهِمَا إِنَّمَا كَانَ لِكَرَاهَتِهِ رِيحَهُمَا , لَا أَنَّهُمَا حَرَامٌ فِي أَنْفُسِهِمَا
