শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৫৯০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৯০। ইবন মারযূক ..... আব্দুল্লাহ্ ইবন দীনার হযরত ইবন উমর (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি তার গোঁফ মূল হতে কর্তন করতেন।
كتاب الكراهة
6590 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ يُحْفِي شَارِبَهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান