শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৫৮৯
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৮৯। ফাহদ ….. উসমান ইবন ইবরাহীম আল-হাতিবী বলেন, আমি হযরত ইবন উমর (রাযিঃ)-কে মূল হতে তাঁর গোঁফ কাটতে দেখেছি যেন তিনি তা উপড়ে ফেলতেন।
6589 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْأَصْبَهَانِيُّ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ بْنِ إِبْرَاهِيمَ الْحَلَبِيِّ، قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ يُحْفِي شَارِبَهُ , كَأَنَّهُ يَنْتِفُهُ "
