শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৫৯১
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৯১। ইউনুস …… উকবা ইবন সালিম বলেন, আমি হযরত ইবন উমর (রাযিঃ) অপেক্ষা অন্য কাউকে এত অধিক মূল হতে গোঁফ কর্তন করতে দেখিনি। তিনি মূল হতে এমনভাবে কর্তন করতেন যে, তার চামড়া দেখা যেত।
রাসূলুল্লাহ্ -এর এই সাহাবা-ই কিরাম, তাঁরা মূল হতে তাঁদের গোঁফ কর্তন করতেন। তাঁদের মধ্যে হযরত আবু হুরায়রা (রাযিঃ)-ও রয়েছেন । অথচ আমরা তাঁর নিকট হতেও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এ হাদীস বর্ণনা করেছি । তিনি বলেন, من الفطرة قص الشارب সুন্নত হলো গোঁফ ছোট করা। এ হাদীস এ কথা প্রমাণ করে যে, গোঁফ ছোট ছোট করে কর্তন করা সুন্নত। তবে তা হলো, সুন্নত আদায় হবার জন্য যত না কাটলে নয় । আর তারপর হলো মূল হতে কর্তন করা, আর এটাই উত্তম এবং এর মধ্যেই সেই কল্যাণ ও মঙ্গল রয়েছে যা শুধু কিছু ছোট করে কর্তন করা দ্বারা লাভ করা যায় না।
রাসূলুল্লাহ্ -এর এই সাহাবা-ই কিরাম, তাঁরা মূল হতে তাঁদের গোঁফ কর্তন করতেন। তাঁদের মধ্যে হযরত আবু হুরায়রা (রাযিঃ)-ও রয়েছেন । অথচ আমরা তাঁর নিকট হতেও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এ হাদীস বর্ণনা করেছি । তিনি বলেন, من الفطرة قص الشارب সুন্নত হলো গোঁফ ছোট করা। এ হাদীস এ কথা প্রমাণ করে যে, গোঁফ ছোট ছোট করে কর্তন করা সুন্নত। তবে তা হলো, সুন্নত আদায় হবার জন্য যত না কাটলে নয় । আর তারপর হলো মূল হতে কর্তন করা, আর এটাই উত্তম এবং এর মধ্যেই সেই কল্যাণ ও মঙ্গল রয়েছে যা শুধু কিছু ছোট করে কর্তন করা দ্বারা লাভ করা যায় না।
6591 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنْ عُقْبَةَ بْنِ سَالِمٍ، قَالَ: «مَا رَأَيْتُ أَحَدًا أَشَدَّ إِحْفَاءً لِشَارِبِهِ , مِنِ ابْنِ عُمَرَ , كَانَ يُحْفِيهِ , حَتَّى إِنَّ الْجِلْدَ لَيُرَى» فَهَؤُلَاءِ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كَانُوا يُحْفُونَ شَوَارِبَهُمْ , وَفِيهِمْ أَبُو هُرَيْرَةَ , وَهُوَ مِمَّنْ رَوَيْنَا عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ. [ص:232] فَدَلَّ ذَلِكَ أَنَّ قَصَّ الشَّارِبِ مِنَ الْفِطْرَةِ , وَهُوَ مِمَّا لَا بُدَّ مِنْهُ , وَأَنَّ مَا بَعْدَ ذَلِكَ مِنَ الْإِحْفَاءِ , هُوَ أَفْضَلُ , وَفِيهِ مِنْ إِصَابَةِ الْخَيْرِ , مَا لَيْسَ فِي الْقَصِّ
