শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৮. আদালত-বিচার-সাক্ষ্য-শুনানির বিধান

হাদীস নং: ৬১৪৬
কোন ব্যক্তির নিকট অন্য কোন ব্যক্তির জন্য সাক্ষ্য থাকলে তাকে জানানাে কি তার ওপর ওয়াজিব; এবং স্বেচ্ছায় সাক্ষ্য প্রদান করলে হাকিম কি তা গ্রহণ করবেন ।
৬১৪৬। ফাহদ ..... সাঈদ ইবনুল মুসায়্যিব (রাযিঃ) বলেন, হযরত মুগীরা ইব্ন শুবা (রাযিঃ)-এর বিরুদ্ধে চার ব্যক্তি সাক্ষ্য দিল । কিন্তু যিয়াদ ইব্‌ন আবু সুফিয়ান অস্বীকার করলেন। তখন হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) তিনজনকে বেত্রাঘাত করলেন এবং তাদেরকে তাওবা করালেন। তাদের দু'জন তাে তাওবা করল কিন্তু আর বকরা তাওবা করতে অস্বীকার করলেন। ফলে যারা তাওবা করলেন তাদের সাক্ষ্য গ্রহণ করা হতাে কিন্তু আবু বকরা (রাযিঃ)-এর সাক্ষ্য গ্রহণ করা হতাে না। কারণ, তিনি তাওবা করতে অস্বীকার করেছিলেন। তিনি ইবাদত করতে করতে দুর্বল উটের মত হয়েছিলেন।
6146 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الطَّائِفِيُّ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ: شَهِدَ عَلَى الْمُغِيرَةِ أَرْبَعَةٌ فَنَكَلَ زِيَادُ بْنُ أَبِي سُفْيَانَ فَجَلَدَ عُمَرُ بْنُ الْخَطَّابِ الثَّلَاثَةَ وَاسْتَتَابَهُمْ فَتَابَ الِاثْنَانِ , وَأَبَى أَبُو بَكْرَةَ أَنْ يَتُوبَ فَكَانَ يَقْبَلُ شَهَادَتَهُمَا حِينَ تَابَا وَكَانَ أَبُو بَكْرَةَ لَا تُقْبَلُ شَهَادَتُهُ لِأَنَّهُ أَبَى أَنْ يَتُوبَ وَكَانَ مِثْلَ التَّصَوُّمِ مِنَ الْعِبَادَةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬১৪৬ | মুসলিম বাংলা