শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৮. আদালত-বিচার-সাক্ষ্য-শুনানির বিধান
হাদীস নং: ৬১৪৫
কোন ব্যক্তির নিকট অন্য কোন ব্যক্তির জন্য সাক্ষ্য থাকলে তাকে জানানাে কি তার ওপর ওয়াজিব; এবং স্বেচ্ছায় সাক্ষ্য প্রদান করলে হাকিম কি তা গ্রহণ করবেন ।
৬১৪৫। আলী ইবন আব্দুর রহমান ...... আবু উসমান আন্-নাহদী বলেন, একদা এক ব্যক্তি হযরত ওমর (রাযিঃ)-এর নিকট উপস্থিত হলাে, অতঃপর সে হযরত মুগীরা ইবন শু'বা (রাযিঃ)-এর বিরুদ্ধে সাক্ষ্য দিল । ফলে হযরত উমর (রাযিঃ)-এর চেহারা বিবর্ণ হলাে। তারপর আর এক ব্যক্তি এসে সাক্ষ্য দিল এবং হযরত উমর (রাযিঃ) বিবর্ণ হলেন। তারপর আরাে এক ব্যক্তির আগমন ঘটল এবং সাক্ষ্য দিল । তাতেও তিনি বিবর্ণ হলেন। তার মধ্যে যে এই পরিবর্তন হয়েছে, আমরাও তা বুঝতে পারলাম এবং তিনি এটা মেনেও নিতে পারেননি। ইতিমধ্যে আর এক ব্যক্তি হাত নাড়াতে নাড়াতে আগমন করলে- তখন তিনি বললেন, হে সুলখুল উকার! তােমার নিকট কি সংবাদ? এ সময় আবু উসমান এমন চিৎকার দিলেন যা ছিল হযরত উমর (রাযিঃ)-এর চিৎকারের সদৃশ। এমনকি আমি প্রায় বেহুঁশ হয়ে পড়ার উপক্রম করলাম। তিনি বলেন, আমি একটা খারাপ জিনিস দেখেছি। তিনি আরাে বলেন, আল্লাহ শােকর যে, তিনি উম্মত মুহাম্মাদী দ্বারা শয়তানকে খুশি করেন নি। অতঃপর তিনি ঐ তিনজনকে বেত্রাঘাত করার নির্দেশ দিলে তাদেরকে বেত্রাঘাত করা হলাে।
6145 - مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا عَفَّانَ بْنُ مُسْلِمٍ وَسَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَا: حَدَّثَنَا السَّرِيُّ بْنُ يَحْيَى قَالَ: ثنا عَبْدُ الْكَرِيمِ بْنُ رَشِيدٍ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ فَشَهِدَ عَلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ فَتَغَيَّرَ لَوْنُ عُمَرَ ثُمَّ جَاءَ آخَرُ فَشَهِدَ فَتَغَيَّرَ لَوْنُ عُمَرَ ثُمَّ جَاءَ آخَرُ فَشَهِدَ فَتَغَيَّرَ لَوْنُ عُمَرَ حَتَّى عَرَفْنَا ذَلِكَ فِيهِ وَأَنْكَرَ لِذَلِكَ. وَجَاءَ آخَرُ يُحَرِّكُ بِيَدَيْهِ فَقَالَ: «مَا عِنْدَكَ يَا سَلْخَ الْعِقَابِ؟» وَصَاحَ أَبُو عُثْمَانَ صَيْحَةً تُشَبَّهُ بِهَا صَيْحَةَ عُمَرَ حَتَّى كَرُبْتُ أَنْ يُغْشَى عَلَيَّ. قَالَ: رَأَيْتُ أَمْرًا قَبِيحًا قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يُشَمِّتِ الشَّيْطَانَ بِأُمَّةِ مُحَمَّدٍ فَأَمَرَ بِأُولَئِكَ النَّفَرِ فَجُلِدُوا»
