শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫১২০
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫১২০। ইব্ন মারযূক (রাহঃ) ….. আবুত তােফাইল (রাহঃ) থেকে বর্ণিত যে, কিছু সংখ্যক লােক মুরতাদ হয়ে খ্রিস্টান হয়ে গিয়েছিল। আলী ইব্ন আবী তালিব (রাযিঃ) তাদের দিকে মা'কিল ইব্ন কায়স তায়মী (রাযিঃ) কে পাঠালেন। তিনি লোকদেরকে বললেন, আমি যখন মাথা চুলকাব তখন তােমরা যােদ্ধাদেরকে হত্যা করে দিবে এবং শিশুদেরকে বন্দী করে ফেলবে। অনন্তর তিনি তাদের এক দলের নিকট এলেন, এবং জিজ্ঞাসা করলেন, তােমরা কোন দ্বীনের উপর রয়েছ? তারা বলল, আমরা খ্রিস্টান ছিলাম। আমাদেরকে ইসলাম এবং আমাদের স্বীয় দ্বীনের (খ্রিস্টধর্ম) মাঝে ইখতিয়ার দেয়া হলে আমরা ইসলামকে গ্রহণ করেছি। এরপর আমরা লক্ষ্য করলাম যে, যে দ্বীনের উপর আমরা ছিলাম তার চেয়ে উত্তম ধর্ম কোনটি নেই, তাই আমরা খ্রিস্টান হয়ে গিয়েছি। তিনি মাথা চুলকালে যােদ্ধাদেরকে হত্যা এবং শিশুদেরকে বন্দী করা হলাে। আম্মার (রাযিঃ) বলেন, আমাকে আবু শায়বা (রাযিঃ) বলেছেন যে, আলী (রাযিঃ) -এর নিকট তাদের শিশুদের উপস্থিত করা হলে তিনি বললেন, কে আছ তাদেরকে আমার থেকে খরীদ করবে? এতে মাসকালা ইব্ন হুবায়রা শায়বানী দাঁড়িয়ে আলী (রাযিঃ) থেকে তাদেরকে এক লক্ষ দিরহাম দিয়ে খরীদ করলেন এবং তাঁকে পঞ্চাশ হাজার পরিশােধ করলেন। আলী (রাযিঃ) বললেন, আমি পূর্ণ মাল (সম্পদ) নিব। (এটা শুনে) তিনি মালকে নিজের বাড়িতে পুঁতে রাখলেন এবং শিশুদেরকে মুক্ত করে দিলেন। অতঃপর তিনি মু'আবিয়া (রাযিঃ)-এর সাথে মিলিত হলেন। তিনি তাদের আযাদী বা মুক্ত করে দেয়াকে বহাল রেখেছেন।
5120 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ , قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ مُعَاذٍ الضَّبِّيُّ , عَنْ عَمَّارِ بْنِ أَبِي مُعَاوِيَةَ الدُّهْنِيِّ , عَنْ أَبِي الطُّفَيْلِ , أَنَّ قَوْمًا ارْتَدُّوا , وَكَانُوا نَصَارَى , فَبَعَثَ إِلَيْهِمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ مَعْقِلَ بْنَ قَيْسٍ التَّيْمِيَّ , فَقَالَ لَهُمْ: إِذَا حَكَكْتُ رَأْسِي , فَاقْتُلُوا الْمُقَاتِلَةَ , وَاسْبُوا الذُّرِّيَّةَ. فَأَتَى عَلَى طَائِفَةٍ مِنْهُمْ , فَقَالَ مَا أَنْتُمْ؟ فَقَالُوا: كُنَّا قَوْمًا نَصَارَى , فَخُيِّرْنَا بَيْنَ الْإِسْلَامِ وَبَيْنَ دِينِنَا , فَاخْتَرْنَا الْإِسْلَامَ , ثُمَّ رَأَيْنَا أَنْ لَا دِينَ أَفْضَلُ مِنْ دِينِنَا الَّذِي كُنَّا عَلَيْهِ , فَنَحْنُ نَصَارَى. فَحَكَّ رَأْسَهُ , فَقُتِلَتِ الْمُقَاتِلَةُ , وَسُبِيَتِ الذُّرِّيَّةُ. قَالَ عَمَّارٌ: فَأَخْبَرَنِي أَبُو شُعْبَةَ أَنَّ عَلِيًّا أَتَى بِذَرَارِيِّهِمْ , فَقَالَ مَنْ يَشْتَرِيهِمْ مِنِّي؟ فَقَامَ مُسْتَقْتِلَةُ بْنُ هُبَيْرَةَ الشَّيْبَانِيُّ فَاشْتَرَاهُمْ مِنْ عَلِيٍّ بِمِائَةِ أَلْفٍ , فَأَتَاهُ بِخَمْسِينَ أَلْفًا. فَقَالَ عَلِيٌّ إِنِّي لَا أَقْبَلُ الْمَالَ إِلَّا كَامِلًا فَدَفَنَ الْمَالَ فِي دَارِهِ , وَأَعْتَقَهُمْ , وَلَحِقَ بِمُعَاوِيَةَ , فَنَفَّذَ عَلِيٌّ عِتْقَهُمْ
