শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫১১৯
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫১১৯। আলী ইব্ন শায়বা (রাহঃ) ….. শা'বী (রাহঃ) থেকে বর্ণিত যে, জনৈক খ্রিস্টান ইসলাম গ্রহণ করে। অতঃপর সে (পুনঃ) খ্রিস্টান হয়ে গেলে তাকে আলী (রাযিঃ)-এর দরবারে পেশ করা হয়। তিনি তাকে বললেন, তুমি কিসের প্ররােচনায় এটা করেছাে? সে বলল, আমি তাদের দীনকে আপনাদের দীন অপেক্ষা উত্তম পেয়েছি। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ঈসা (আ) সম্পর্কে তােমার বক্তব্য কি? সে বলল, তিনি আমার রব (প্রতিপালক) অথবা (বলল) তিনি আলী (রাযিঃ)-এর বর। অনন্তর তিনি [(আলী (রাযিঃ)] বললেন, তাকে হত্যা কর, লােকেরা তাকে হত্যা করল। অতঃপর আলী (রাযিঃ) বললেন, আমি যদি তার থেকে তিনবার তাওবা তলব করতাম (তাহলে সেটা উত্তম ছিল)। এরপর তিনি নিম্নোক্ত আয়াত পড়লেনঃ إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا
অর্থাৎঃ যারা ঈমান আনে ও পরে কুফরী করে এবং আবার ঈমান আনে, আবার কুফরী করে, অতঃপর তাদের কুফরী প্রবৃত্তি বৃদ্ধি পায়। (সূরাঃ ৪ আয়াতঃ ১৩৭)
অর্থাৎঃ যারা ঈমান আনে ও পরে কুফরী করে এবং আবার ঈমান আনে, আবার কুফরী করে, অতঃপর তাদের কুফরী প্রবৃত্তি বৃদ্ধি পায়। (সূরাঃ ৪ আয়াতঃ ১৩৭)
5119 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ أَخْبَرَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللهِ , عَنْ جَابِرٍ , عَنِ الشَّعْبِيِّ , أَنَّ رَجُلًا كَانَ نَصْرَانِيًّا فَأَسْلَمَ , ثُمَّ تَنَصَّرَ فَأَتَى بِهِ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ؟ قَالَ: وَجَدْتُ دِينَهُمْ خَيْرًا مِنْ دِينِكُمْ , فَقَالَ لَهُ: مَا تَقُولُ فِي عِيسَى؟ قَالَ: هُوَ رَبِّي , أَوْ هُوَ رَبُّ عَلِيٍّ. فَقَالَ اقْتُلُوهُ فَقَتَلَهُ النَّاسُ. فَقَالَ عَلِيٌّ بَعْدَ ذَلِكَ: إِنْ كُنْتُ لَمُسْتَتِيبُهُ ثَلَاثًا , ثُمَّ قَرَأَ { «إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا» } [النساء: 137]
