শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫১১৮
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫১১৮। ফাহাদ (রাহঃ) ….. যায়দ ইব্ন ওয়াহব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাযিঃ) তাশরীফ এনে ‘যীকার' নামক জায়গায় অবতরণ করেন এবং আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাযিঃ)-কে কুফা অধিবাসীদের দিকে পাঠান। তারা আসতে বিলম্ব করে। অতঃপর তাদেরকে আম্মার (রাযিঃ) আহ্বান করলে তারা বেরিয়ে আসে। যায়দ (রাহঃ) বলেন, আমিও সেই সমস্ত লােকদের অন্তর্ভুক্ত ছিলাম, যারা তার সঙ্গে ছিল। রাবী বলেন, অনন্তর আলী (রাযিঃ) তালহা (রাযিঃ), যুবাইর (রাযিঃ) এবং তাদের সঙ্গীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের (কুফা অধিবাসী)-কে আহ্বান করেছেন, যখন তারা সম্মুখে এসে উপনীত হয়, তখন তিনি তাদের সঙ্গে লড়াই করেছেন।
5118 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ قَالَ: ثنا زَائِدَةُ بْنُ قُدَامَةَ , عَنْ عُمَرَ بْنِ قَيْسٍ الْمَاضِرِيِّ , عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ , قَالَ: أَقْبَلَ عَلِيٌّ حَتَّى نَزَلَ بِذِي قَارٍ , فَأَرْسَلَ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ إِلَى أَهْلِ الْكُوفَةِ فَأَبْطَئُوا عَلَيْهِ ثُمَّ دَعَاهُمْ عَمَّارٌ , فَخَرَجُوا. قَالَ زَيْدٌ: فَكُنْتُ فِيمَنْ خَرَجَ مَعَهُ. قَالَ: فَكَفَّ عَنْ طَلْحَةَ وَالزُّبَيْرِ وَأَصْحَابِهِمْ , وَدَعَاهُمْ حَتَّى بَدَءُوا فَقَاتَلَهُمْ
