শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫১১৭
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫১১৭। ইব্ন আবী দাউদ (রাহঃ) ….. বারা (রাযিঃ) থেকে বর্ণিত যে, আলী (রাযিঃ) তাকে নাহরেওয়ান অধিবাসীদের দিকে প্রেরণ করেছেন। তিনি তাদেরকে তিনবার ইসলামের দাওয়াত দিয়েছেন।
5117 - 5111 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ , قَالَ: ثنا صَالِحُ بْنُ عُمَرَ , قَالَ أَخْبَرَنَا مُطَرِّفٌ , عَنْ أَبِي الْجَهْمِ , عَنِ الْبَرَاءِ , أَنَّ عَلِيًّا , بَعَثَهُ إِلَى أَهْلِ النَّهْرَوَانِ , فَدَعَاهُمْ ثَلَاثًا.
