শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত

হাদীস নং: ৫১২১
২. মানুষ কিসে মুসলমান হয়
৫১২১। ইব্‌ন মারযূক (রাহঃ) ….. মিকদাদ ইব্‌ন আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার কি অভিমত বলুন, যদি আমার এবং কোন মুশরিকের মাঝে (পরস্পরে তরবারির) দুই আঘাতের বিনিময় হয়, সে আমাকে আঘাত হানে এবং আমার হাত কেটে ফেলে, অতঃপর বলল, “লা ইলাহা ইল্লাল্লাহু” (কালিমা তায়্যিবা পড়ে নিল), আমি কি তাকে হত্যা করব অথবা ছেড়ে দিব? তিনি বললেন, বরং তুমি তাকে ছেড়ে দাও। আমি বললাম, সে আমার হাত (কেটে শরীর থেকে) পৃথক করে দিয়েছে। তিনি বললেন, হ্যাঁ ঠিক কথা, যদি তুমি তাকে হত্যা কর তবে তুমি এরূপ হয়ে যাবে যেমনটি সে কালিমা পড়ার পূর্বে ছিল এবং সে তােমার এ অবস্থার অনুরূপ হয়ে যাবে যা তাকে হত্যা করার পূর্বে ছিল। |
بَابُ مَا يَكُونُ الرَّجُلُ بِهِ مُسْلِمًا
5121 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ , عَنْ أَبِيهِ , قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ يُحَدِّثُ عَنِ الزُّهْرِيِّ , عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ , عَنْ " الْمِقْدَادِ بْنِ عَمْرٍو , قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ إِنِ اخْتَلَفْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الْمُشْرِكِينَ ضَرْبَتَيْنِ , فَضَرَبَنِي فَأَبَانَ يَدِي ثُمَّ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ أَقْتُلُهُ أَمْ أَتْرُكُهُ؟ قَالَ: بَلِ اتْرُكْهُ , قُلْتُ: وَقَدْ أَبَانَ يَدِي , قَالَ: نَعَمْ , فَإِنْ قَتَلْتَهُ فَأَنْتَ مِثْلُهُ قَبْلَ أَنْ يَقُولَهَا , وَهُوَ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫১২১ | মুসলিম বাংলা