শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ৫০৫৯
৮. কাসামা (কসম) কিভাবে নেয়া হবে
৫০৫৯। ফাহাদ (রাহঃ) ….. হারিস ইব্ন আযমা‘ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়াদা'আ গোত্র এবং অন্য এক গােত্রের মাঝে এক ব্যক্তি নিহত হয়, নিহত ব্যক্তি ওয়াদা'আ গােত্রের অধিক নিকটবর্তী ছিল। উমার (রাযিঃ), ওয়াদা'আ গােত্রের লােকদেরকে বললেন, তােমাদের থেকে পঞ্চাশজন এই মর্মে কসম করবে যে, আমরা না হত্যা করেছি, না আমরা হত্যাকারীকে জানি। অতঃপর তােমরা দিয়াত আদায় কর। হারিস (রাহঃ) তাকে বললেন, আমরা কসমও করব এবং দিয়াতও দিব? তিনি বললেন, হ্যাঁ!
5059 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو غَسَّانَ , قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ , قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ , عَنِ الْحَارِثِ بْنِ الْأَزْمَعِ , قَالَ: قُتِلَ قَتِيلٌ بَيْنَ وَادِعَةَ وَحَيٍّ آخَرَ وَالْقَتِيلُ إِلَى وَادَعَةَ أَقْرَبُ. فَقَالَ عُمَرُ لِوَادَعَةَ: يَحْلِفُ خَمْسُونَ رَجُلًا مِنْكُمْ: بِاللهِ مَا قَتَلْنَا وَلَا نَعْلَمُ قَاتِلًا ثُمَّ أَغْرِمُوا الدِّيَةَ. فَقَالَ لَهُ الْحَارِثُ: نَحْلِفُ وَتُغَرِّمُنَا؟ فَقَالَ: نَعَمْ
