শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ৪৬৪৬
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬৪৬। ইব্ন আবু দাউদ (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন মাস্উদ (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্(ﷺ) -কে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, “তােমাদের মধ্যে কে আছে, যে সাহাবাওয়াত নামক স্থানের রাতের কথা স্মরণ করতে পারে।” আব্দুল্লাহ্ ইব্ন মাস্উদ (রাযিঃ) বলেন, “আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল! আপনার উপর আমার মাতা-পিতা কুরবান হােক। আমার স্মরণ আছে, আমার হাতে কিছু খেজুর ছিল, এগুলাের মাধ্যমে আমি সাহরী করছিলাম, আর আমি নিজকে সাওয়ারীর পিছনে ফজর থেকে আত্মগােপন করছিলাম, কেননা এটা ছিল ফজর উদয় হওয়ার সময়।”
এ হাদীসের মধ্যে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ্(ﷺ)-কে যখন লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন তিনি তাদেরকে সংবাদ দেন যে, এটা সাহবাওয়াত নামক স্থানের বিরাজমান রাত এবং আব্দুল্লাহ্ ইব্ন মাস্উদ (রাযিঃ) এ রাতের বর্ণনা দেন যে, এ রাতের ফজর উদয় হওয়ার সময়ও চাঁদের আলাে ছিল। আর এটা মাসের শেষের দিকেই হয়ে থাকে। এ হাদীসটিও আবু যর (রাযিঃ)-এর বর্ণনাকে সমর্থন করে। আর আল্লাহর কিতাবেও রয়েছে যে, লাইলাতুল কদর রামাদান মাসেই বিশেষ করে সংঘটিত হয়ে থাকে।
আল্লাহ্ তা'আলা ইরশাদ করেনঃحم وَالْكِتَابِ الْمُبِينِ. إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ. فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
অর্থাৎ হা-মীম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি তাে এটা অবতীর্ণ করেছি এক মুরাবক রজনীতে, আমি ত সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। (সূরা দুখানঃ ১-৪)
সুতরাং আল্লাহ্ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, এ রজনীতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আর এটাই লাইলাতুল কদর, এটা এমন একটি রজনী, যার মধ্যে কুরআন অবতীর্ণ হয়েছে। অতঃপর আল্লাহ্ তা'আলা বলেনঃ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ অর্থাৎ রামাদান মাস, এটাতে কুরআন অবতীর্ণ হয়েছে। (সূরা বাকারাঃ ১৮৫)। সুতরাং প্রমাণ হল যে, এ রজনীটি রামাদান মাসেই সংঘটিত হয়ে থাকে। তবে এটা কোন্ রাতে সংঘটিত হয়, তা জানার জন্যে দলীলের প্রয়ােজন বােধ হয়, আর আমরা অনুসন্ধান করে জানতে পারি যে, বিলাল (রাযিঃ) থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তিনি রাসূলুল্লাহ্(ﷺ) হতে বর্ণনা করেন যে, এ রাতটি সংঘটিত হয় ২৪তম রাতে। আরাে একটি বর্ণনা পাওয়া যায় হযরত উবাই ইব্ন কা'ব (রাযিঃ) হতে। তিনি রাসূলুল্লাহ্(ﷺ) হতে বর্ণনা করেন যে, ২৭ শা রাতটি লাইলাতুল কদর। আবার হযরত মুয়াবিয়া (রাযিঃ) হতে একটি বর্ণনা পাওয়া যায়। তিনি হযরত উবাই (রাযিঃ)-এর ন্যায় রাসূলুল্লাহ্(ﷺ) হতে লাইলাতুল কদর সম্পর্কে একটি বর্ণনা পেশ করেনঃ
এ হাদীসের মধ্যে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ্(ﷺ)-কে যখন লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন তিনি তাদেরকে সংবাদ দেন যে, এটা সাহবাওয়াত নামক স্থানের বিরাজমান রাত এবং আব্দুল্লাহ্ ইব্ন মাস্উদ (রাযিঃ) এ রাতের বর্ণনা দেন যে, এ রাতের ফজর উদয় হওয়ার সময়ও চাঁদের আলাে ছিল। আর এটা মাসের শেষের দিকেই হয়ে থাকে। এ হাদীসটিও আবু যর (রাযিঃ)-এর বর্ণনাকে সমর্থন করে। আর আল্লাহর কিতাবেও রয়েছে যে, লাইলাতুল কদর রামাদান মাসেই বিশেষ করে সংঘটিত হয়ে থাকে।
আল্লাহ্ তা'আলা ইরশাদ করেনঃحم وَالْكِتَابِ الْمُبِينِ. إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ. فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
অর্থাৎ হা-মীম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি তাে এটা অবতীর্ণ করেছি এক মুরাবক রজনীতে, আমি ত সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। (সূরা দুখানঃ ১-৪)
সুতরাং আল্লাহ্ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, এ রজনীতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আর এটাই লাইলাতুল কদর, এটা এমন একটি রজনী, যার মধ্যে কুরআন অবতীর্ণ হয়েছে। অতঃপর আল্লাহ্ তা'আলা বলেনঃ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ অর্থাৎ রামাদান মাস, এটাতে কুরআন অবতীর্ণ হয়েছে। (সূরা বাকারাঃ ১৮৫)। সুতরাং প্রমাণ হল যে, এ রজনীটি রামাদান মাসেই সংঘটিত হয়ে থাকে। তবে এটা কোন্ রাতে সংঘটিত হয়, তা জানার জন্যে দলীলের প্রয়ােজন বােধ হয়, আর আমরা অনুসন্ধান করে জানতে পারি যে, বিলাল (রাযিঃ) থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তিনি রাসূলুল্লাহ্(ﷺ) হতে বর্ণনা করেন যে, এ রাতটি সংঘটিত হয় ২৪তম রাতে। আরাে একটি বর্ণনা পাওয়া যায় হযরত উবাই ইব্ন কা'ব (রাযিঃ) হতে। তিনি রাসূলুল্লাহ্(ﷺ) হতে বর্ণনা করেন যে, ২৭ শা রাতটি লাইলাতুল কদর। আবার হযরত মুয়াবিয়া (রাযিঃ) হতে একটি বর্ণনা পাওয়া যায়। তিনি হযরত উবাই (রাযিঃ)-এর ন্যায় রাসূলুল্লাহ্(ﷺ) হতে লাইলাতুল কদর সম্পর্কে একটি বর্ণনা পেশ করেনঃ
4646 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا الْمَسْعُودِيُّ , عَنْ سَعْدِ بْنِ عُمَرَ بْنِ جَعْدَةَ , عَنْ أَبِي عُبَيْدَةَ , عَنْ عَبْدِ اللهِ قَالَ: " سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ , فَقَالَ: «أَيُّكُمْ يَذْكُرُ لَيْلَةَ الصَّهْبَاوَاتِ» قَالَ عَبْدُ اللهِ: أَنَا وَاللهِ , بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللهِ , وَبِيَدِي تَمَرَاتٌ أَتَسَحَّرُ بِهِنَّ , وَأَنَا مُسْتَتِرٌ بِمُؤَخِّرَةِ رَحْلِي مِنَ الْفَجْرِ , وَذَلِكَ حِينَ يَطْلُعُ الْفَجْرُ ". فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , لَمَّا سُئِلَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ , أَخْبَرَهُمْ أَيَّ لَيْلَةٍ هِيَ , وَأَنَّهَا لَيْلَةُ الصَّهْبَاوَاتِ , فَوَصَفَهَا عَبْدُ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ , بِمَا وَصَفَهَا بِهِ مِنْ ضَوْءِ الْقَمَرِ , عِنْدَ طُلُوعِ الْفَجْرِ , وَذَلِكَ لَا يَكُونُ إِلَّا فِي آخِرِ الشَّهْرِ. فَقَدْ دَلَّ ذَلِكَ أَيْضًا عَلَى مَا قَالَ أُبَيٌّ رَضِيَ اللهُ عَنْهُ. وَفِي كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ مَا يَدُلُّ أَنَّ لَيْلَةَ الْقَدْرِ فِي شَهْرِ رَمَضَانَ خَاصَّةً. قَالَ اللهُ عَزَّ وَجَلَّ {حم وَالْكِتَابِ الْمُبِينِ. إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ. فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ} [الدخان: 2] فَأَخْبَرَ اللهُ عَزَّ وَجَلَّ أَنَّ اللَّيْلَةَ الَّتِي يُفْرَقُ فِيهَا كُلُّ أَمْرٍ حَكِيمٍ فَهِيَ لَيْلَةُ الْقَدْرِ , وَهِيَ اللَّيْلَةُ الَّتِي أُنْزِلَ فِيهَا الْقُرْآنُ , ثُمَّ قَالَ {شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ} [البقرة: 185] . فَثَبَتَ بِذَلِكَ أَنَّ تِلْكَ اللَّيْلَةَ فِي شَهْرِ رَمَضَانَ , وَاحْتَجْنَا إِلَى أَنْ نَعْلَمَ أَيَّ لَيْلَةٍ هِيَ مِنْ لَيَالِيهِ؟ فَكَانَ الَّذِي يَدُلُّ عَلَى ذَلِكَ , مَا قَدْ رَوَيْنَاهُ عَنْ بِلَالٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهَا لَيْلَةُ أَرْبَعٍ وَعِشْرِينَ» وَالَّذِي رُوِيَ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ". وَقَدْ رُوِيَ عَنْ مُعَاوِيَةَ أَيْضًا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُ مَا رُوِيَ عَنْ أُبَيٍّ رَضِيَ اللهُ عَنْهُ فِي ذَلِكَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
