শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ৪৬৪৫
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬৪৫। আবু উমাইয়া (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন মাস্উদ (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি রামাদান মাসের ১৯ তারিখ রাতে তােমরা লাইলাতুল কদর অন্বেষণ কর। ঐদিন সকাল বেলায় চাঁদ দেখা যাবে, অন্যথায় একুশ কিংবা তেইশ তারিখে লাইলাতুল কদর অনুসন্ধান কর।
আব্দুল্লাহ্ ইব্ন মাস্উদ (রাযিঃ) থেকে আমরা যে লাইলাতুল কদর ১৯ তারিখে সংঘটিত হয় বলে উল্লেখ করেছি, আবু যর (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ) থেকে তার বিপরীত বর্ণনা করে বলেন যে, লাইলাতুল কদর রামাদান মাসের প্রথম কিংবা শেষের দশদিনের মধ্যে সংঘটিত হয়। আর এটা সরাসরি আব্দুল্লাহ্ ইব্ন মাস্উদ (রাযিঃ) হতেও বর্ণিত রয়েছেঃ
আব্দুল্লাহ্ ইব্ন মাস্উদ (রাযিঃ) থেকে আমরা যে লাইলাতুল কদর ১৯ তারিখে সংঘটিত হয় বলে উল্লেখ করেছি, আবু যর (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ) থেকে তার বিপরীত বর্ণনা করে বলেন যে, লাইলাতুল কদর রামাদান মাসের প্রথম কিংবা শেষের দশদিনের মধ্যে সংঘটিত হয়। আর এটা সরাসরি আব্দুল্লাহ্ ইব্ন মাস্উদ (রাযিঃ) হতেও বর্ণিত রয়েছেঃ
4645 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ , عَنْ إِسْرَائِيلَ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ حُجَيْرٍ التَّغْلِبِيِّ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَبْدِ اللهِ قَالَ: «الْتَمِسُوا لَيْلَةَ الْقَدْرِ فِي لَيْلَةِ تِسْعٍ وَعَشَرَةٍ مِنْ رَمَضَانَ , صَبِيحَتُهَا صَبِيحَةُ بَدْرٍ , وَإِلَّا فَفِي لَيْلَةِ إِحْدَى وَعِشْرِينَ , أَوْ فِي ثَلَاثٍ وَعِشْرِينَ» . [ص:93] فَأَمَّا مَا ذَكَرْنَا عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهَا فِي لَيْلَةِ تِسْعَ عَشْرَةَ فَقَدْ نَفَاهُ مَا حَكَاهُ أَبُو ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا فِي الْعَشْرَيْنِ مِنَ الشَّهْرِ الْأَوَّلِ وَالْآخِرِ. وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا فِي ذَلِكَ مَا
