শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৯৬৩
মুযদালিফায় দুই সালাতকে একত্রে আদায় করার পদ্ধতি
৩৯৬৩। রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মুযদালিফায় তাশরীফ নিয়ে গেলেন তখন তিনি তাদেরকে নিয়ে মাগরিব ও ইশা’র সালাত এক আযান ও দুই ইকামতে আদায় করেছেন। বস্তুত এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) মাগরিবের সালাত এক আযান ও এক ইকামতে আদায় করেছেন। এটা (রিওয়ায়াত) ইবন উমর (রাযিঃ) থেকে মালিক ইবন হারিস (রাহঃ)-এর রিওয়ায়াতের পরিপন্থী। এ বিষয়ে তাঁদের সকলের ঐকমত্য রয়েছে যে, আরাফাতে যে দুই সালাতকে একত্রিত করা হয় তা থেকে প্রথম সালাতের জন্য আযান ও ইকামত উভয়ই বলা হয়। তাই যুক্তির দাবি হল যে, মুযদালিফায় যে দুই সালাতকে একত্রিত করা হয় এর প্রথমটিরও অনুরূপ বিধান হবে।
3963 - بِمَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ فَقَالَ: ثنا أَسَدٌ قَالَ: ثنا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ , عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَتَى الْمُزْدَلِفَةَ صَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ , بِأَذَانٍ وَاحِدٍ وَإِقَامَتَيْنِ» [ص:214] فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَإِقَامَتَيْنِ , وَهَذَا خِلَافُ مَا رَوَى مَالِكُ بْنُ الْحَارِثِ عَنِ ابْنِ عُمَرَ. وَقَدْ أَجْمَعُوا أَنَّ الْأَوَّلَ مِنَ الصَّلَاتَيْنِ اللَّتَيْنِ تُجْمَعَانِ بِعَرَفَةَ , يُؤَذَّنُ لَهَا وَيُقَامُ , فَالنَّظَرُ عَلَى ذَلِكَ , أَنْ يَكُونَ كَذَلِكَ حُكْمُ الْأُولَى مِنَ الصَّلَاتَيْنِ اللَّتَيْنِ تُجْمَعَانِ بِجَمْعٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৯৬৩ | মুসলিম বাংলা