শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৯৬২
মুযদালিফায় দুই সালাতকে একত্রে আদায় করার পদ্ধতি
৩৯৬২। ইব্ন আবী দাউদ (রাহঃ) ..... বারা ইব্ন আযিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
এ বিষয়ে অপরাপর কিছু সংখ্যক আলিম তাদের বিরােধিতা করে বলেছেন যে, বরং উক্ত দুই সালাতের প্রথমটি আযান ও ইকামতের সাথে এবং দ্বিতীয়টি আযান ব্যতীত শুধু ইকামতের সাথে আদায় করবে।
এ বিষয়য়ে তারা নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
এ বিষয়ে অপরাপর কিছু সংখ্যক আলিম তাদের বিরােধিতা করে বলেছেন যে, বরং উক্ত দুই সালাতের প্রথমটি আযান ও ইকামতের সাথে এবং দ্বিতীয়টি আযান ব্যতীত শুধু ইকামতের সাথে আদায় করবে।
এ বিষয়য়ে তারা নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
3962 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عَمْرُو بْنُ عَوْنٍ , قَالَ: أنا أَبُو يُوسُفَ , عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ , عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: بَلْ يُصَلِّي الْأُولَى مِنْهُمَا بِأَذَانٍ وَإِقَامَةٍ , وَالثَّانِيَةَ بِإِقَامَةٍ بِلَا أَذَانٍ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ
