শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৯৬১
মুযদালিফায় দুই সালাতকে একত্রে আদায় করার পদ্ধতি
৩৯৬১। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ..... আবু আয়ুব আল-আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি। বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে মাগরিব ও ইশা’র সালাত এক ইকামতে আদায় করেছি।
3961 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ الرُّومِيُّ , قَالَ: أنا قَيْسُ بْنُ الرَّبِيعِ , قَالَ: أنا غَيْلَانُ , عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ , عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ الْأَنْصَارِيِّ , عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ , قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৯৬১ | মুসলিম বাংলা