শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২৫৯
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৫৯। ইবন আবী দাউদ (রাহঃ) ...... জাবালা ইবন সাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি শুনেছি, ইব্ন উমর (রাযিঃ)-কে জুমু'আ ও আরাফা দিবসের সিয়াম পালন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তিনি উক্ত দুই দিনের সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। আরাফার দিনের সিয়াম পালনের ছাওয়াব (ফযীলত) সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) থেকে ইব্ন উমর (রাযিঃ) ও আবু কাতাদা আনসারী (রাযিঃ)-এর হাদীস বর্ণিত আছে ঃ
3259 - مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَهْلُ بْنُ بَكَّارٍ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , قَالَ: ثنا رَقَبَةُ , عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ , قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ , وَيَوْمِ عَرَفَةَ , فَأَمَرَ بِصِيَامِهِمَا " وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوَابِ صَوْمِ يَوْمِ عَرَفَةَ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , وَأَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ
