শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩২৬০
রোযার অধ্যায়
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৬০। আবু বাকরা (রাহঃ)..... আবু কাতাদা আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আরাফা দিনের সিয়াম পালন সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ) কে প্রশ্ন করা হলে তিনি বললেন : এর মাধ্যমে পূর্ববর্তী বছর এবং পরবর্তী
বছরের (গুনাহসমূহের) কাফ্ফারা (মাফ) করে দিবেন।
كتاب الصيام
3260 - مَا قَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا شُعْبَةُ , قَالَ: سَمِعْتُ غَيْلَانَ بْنَ جَرِيرٍ يُحَدِّثُ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَعْبَدٍ عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ: «يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)