শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩২৫৮
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৫৮। আবু বাকা (রাহঃ) জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি ইবন উমার (রাযিঃ)-কে আরাফার দিনে আরাফাতের ময়দানে সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলো। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে (হজ্জের উদ্দেশ্যে) বের হয়েছি, তিনি সে দিন সিয়াম পালন করেননি; আবু বাকর (রাযিঃ)-এর সঙ্গেও বের হয়েছি তিনিও ঐ সিয়াম পালন করেননি, উমার (রাযিঃ)-এর সঙ্গে ও বের হয়েছি তিনিও ঐ সিয়াম পালন করেননি; উসমান (রাযিঃ)-এর সঙ্গেও বের হয়েছি তিনিও ঐ সিয়াম পালন করেননি। আমি নিজেও এই সিয়াম পালন করিনি এবং তা পালন করতে তোমাকে বলিও না আবার তোমাকে নিষেধও করি না। তুমি যদি ইচ্ছা কর তাহলে ঐ সিয়াম পালন করতে পার, আর যদি চাও, ঐ সিয়াম পালন করবে না। সুতরাং এই হাদীস ব্যক্ত করছে যে, ইবন উমর (রাযিঃ) থেকে নাফি' (রাহঃ) যে সিয়ামের বিষয় রিওয়ায়াত করেছেন, তা আরাফাতের ময়দানে সিয়াম পালন সম্পর্কিত।
ইবন উমর (রাযিঃ) থেকে আরাফার দিন সিয়াম পালনের নির্দেশ বর্ণিত আছে :
3258 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , وَأَبُو دَاوُدَ , قَالَا: ثنا شُعْبَةُ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي نَجِيحٍ , عَنْ أَبِيهِ , عَنْ رَجُلٍ , " أَنَّ رَجُلًا سَأَلَ ابْنَ عُمَرَ عَنْ صَوْمِ , يَوْمِ عَرَفَةَ بِالْمَوْقِفِ , فَقَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَصُمْهُ وَمَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ فَلَمْ يَصُمْهُ , وَمَعَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , فَلَمْ يَصُمْهُ , وَمَعَ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ فَلَمْ يَصُمْهُ , وَأَنَا لَا أَصُومُهُ , وَلَا آمُرُكَ وَلَا أَنْهَاكَ , فَإِنْ شِئْتَ فَلَا تَصُمْهُ " فَبَيَّنَ هَذَا الْحَدِيثُ أَنَّ مَا رَوَى نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا هُوَ عَلَى الصَّوْمِ فِي الْمَوْقِفِ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ فِي الْأَمْرِ بِصَوْمِ يَوْمِ عَرَفَةَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩২৫৮ | মুসলিম বাংলা