শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২৫৭
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৫৭। ইবন মারযূক (রাহঃ)..... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আরাফা দিবসে রাসূলুল্লাহ্ (ﷺ) - সিয়াম পালন করেননি। (অনুরূপভাবে) না আবু বাকর (রাযিঃ), না উমর(রাযিঃ), না উসমান (রাযিঃ), না আলী (রাযিঃ) (আরাফা দিবসে সিয়াম পালন করেছেন)।
উত্তরে তাদেরকে বলা হবে ঃ আমাদের মতে এটিও আরাফার ময়দানে অবস্থানরত আরাফা দিবসে সিয়াম পালনে নিষেধ করাই উদ্দেশ্য। ইবন উমার (রাযিঃ) বিষয়টি অন্য হাদীসে ব্যক্ত করেছেন ঃ
উত্তরে তাদেরকে বলা হবে ঃ আমাদের মতে এটিও আরাফার ময়দানে অবস্থানরত আরাফা দিবসে সিয়াম পালনে নিষেধ করাই উদ্দেশ্য। ইবন উমার (রাযিঃ) বিষয়টি অন্য হাদীসে ব্যক্ত করেছেন ঃ
3257 - بِمَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: «لَمْ يَصُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَبُو بَكْرٍ , وَلَا عُمَرُ , وَلَا عُثْمَانُ وَلَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُمْ يَوْمَ عَرَفَةَ» قِيلَ لَهُمْ هَذَا أَيْضًا، عِنْدَنَا، عَلَى الصِّيَامِ يَوْمَ عَرَفَةَ بِالْمَوْقِفِ , وَقَدْ بَيَّنَ ذَلِكَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي غَيْرِ هَذَا الْحَدِيثِ
