শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩১৫৬
সা'-এর ওজন কতটুকু?
৩১৫৬। আহমদ (রাহঃ) ..... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ অমরা উমব (রাযিঃ)-এর সা’ অনুমান করে তা হাজ্জাজী পেলাম, আর তাদের নিকট হাজ্জাজী হলাে বাগদাদী আট রিতল-এর সমপরিমাণ।
3156- حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: ثنا يَعْقُوبُ , قَالَ: ثنا وَكِيعٌ , عَنْ أَبِيهِ , عَنْ مُغِيرَةَ , عَنْ إِبْرَاهِيمَ قَالَ: «عَيَّرْنَا صَاعَ عُمَرَ , فَوَجَدْنَاهُ حَجَّاجِيًّا , وَالْحَجَّاجِيُّ عِنْدَهُمْ , ثَمَانِيَةُ أَرْطَالٍ بِالْبَغْدَادِيِّ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩১৫৬ | মুসলিম বাংলা