শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ৩১৫৫
সা'-এর ওজন কতটুকু?
৩১৫৫। আহমদ ইবন দাউদ (রাহঃ) ......... মুসা ইবন তালহা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর সা' ছিলাে হাজ্জাজী।
3155- فَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ , قَالَ: ثنا وَكِيعٌ , عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ: «الْحَجَّاجِيُّ صَاعُ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ»
