শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩১৫৪
সা'-এর ওজন কতটুকু?
৩১৫৪। ইবন আবী ইমরান (রাহঃ) ..... আবু ইউসুফ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : আমি মদীনা গিয়ে নির্ভরযােগ্য ব্যক্তির নিকট থেকে সা‘বের করিয়ে নিলাম। তিনি বললেন, এটি নবী করীম (ﷺ) -এর সা‘। তারপর আমি ওটিকে মেপে দেখতে পেলাম পাঁচ রিতল ও এক রিতলের এক তৃতীয়াংশ। আমি ইবন আবী ইমরান (রাহঃ)-কে বলতে শুনেছি, বলা হয়ে থাকে যে, আবু ইউসুফ (রাহঃ)-এর জন্য এটি (ﷺ) যিনি বের করে দেখান, তিনি হচ্ছেন ইমাম মালিক ইবন আনাস (রাহঃ)। আমি আবু হানীফা (রাহঃ)-কে উল্লেখ করতে শুনেছি যে, ইমাম মালিক (রাহঃ)-কে উল্লেখ করতে শুনেছি যে, ইমাম মালিক (রাহঃ)-কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, তা তাে উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর সা‘র ব্যাপারে আব্দুল মালিক (রাহঃ)-এর সুচিন্তিত অনুমান। যখন মালিক (রাহঃ)-এর নিকট প্রমাণিত হলাে যে, আব্দুল মালিক (রাহঃ). উমর (রাযিঃ)-সা’র ব্যাপারে অনুসন্ধানলব্ধ অনুমান। আর উমর (রাযিঃ)-এর সা’ যেটি ছিলাে-সেটিই নবী করীম (ﷺ) -এর সা’ ছিল। অথচ উমর (রাহঃ)-এর সা' পরিমাপ করা হলে দেখা গেল তার পরিপন্থী।
3154 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ , قَالَ: أنا عَلِيُّ بْنُ صَالِحٍ , وَبِشْرُ بْنُ الْوَلِيدِ جَمِيعًا , عَنْ أَبِي يُوسُفَ , قَالَ: " قَدِمْتُ الْمَدِينَةَ فَأَخْرَجَ إِلَيَّ مَنْ أَثِقُ بِهِ صَاعًا , فَقَالَ: «هَذَا صَاعُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَدَّرْتُهُ , فَوَجَدْتُهُ خَمْسَةَ أَرْطَالٍ وَثُلُثَ رَطْلٍ» وَسَمِعْتُ ابْنَ أَبِي عِمْرَانَ , يَقُولُ: يُقَالُ إِنَّ الَّذِي أَخْرَجَ هَذَا لِأَبِي يُوسُفَ. هُوَ مَالِكُ بْنُ أَنَسٍ. وَسَمِعْتُ أَبَا حَازِمٍ يَذْكُرُ , أَنَّ مَالِكًا سُئِلَ عَنْ ذَلِكَ , فَقَالَ: «هُوَ تَحَرِّي عَبْدِ الْمَلِكِ لِصَاعِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ» فَكَانَ مَالِكٌ لَمَّا ثَبَتَ عِنْدَهُ أَنَّ عَبْدَ الْمَلِكِ تَحَرَّى ذَلِكَ مِنْ صَاعِ عُمَرَ , وَصَاعُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , صَاعُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ قُدِّرَ صَاعُ عُمَرَ , عَلَى خِلَافِ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩১৫৪ | মুসলিম বাংলা